18 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 45° কোণ উতপন্ন করে। দেয়ালটির উচ্চতা নির্ণয় কর?

মনেকরি, দেওয়ালটির উচ্চতা AB = h মিটার,
মইটির দৈর্ঘ্য AC = 18 মিটার এবং ভূমির সাথে
কোণ ACB = 45°
ত্রিভুজ ABC থেকে পাই,
Sin ACB = লম্ব / অতিভূজ = AB / AC = h/18
বা, 1/ 2½ = h/18
বা, h = 12.728 মিটার (প্রায়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন